Sat. Sep 20th, 2025
Advertisements

23খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: এই ষাঁড়টির দাম ভারতীয় মুদ্রায় ৭ কোটি রুপিরও (বাংলাদেশী টাকায় এক কোটি ১৮ লাখ, ১ রুপি=১.১৮ টাকা হিসাবে) বেশি। ভারতের হায়দরাবাদের এক উৎসবে এই ষাড়টিই এখন সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
যুবরাজ নামের এই ষাড়টির মালিক কর্মবীর ৭ কোটি রুপিতেও ষাঁড়টি বিক্রি করতে রাজি হননি। তার মতে এর দাম আরো বেশি। যে ষাড় থেকে তিনি বছরে ৮০ লাখ থেকে এক কোটি রুপি আয় করেন, সেটির দাম এত কম হতে পারে না।
৬.৫ ফুট লম্বা ও ১,৬০০ কেজি ওজনের ষাড়টি ‘মুরাহ’ সঙ্কর। প্রাণিটি প্রায় ৫ মিলিলিটার বীর্য উৎপাদন করতে পারে। তরল করা বীর্য প্রতি ০.২৫ মিলিলিটার বিক্রি হয় এক হাজার রুপিতে।
তবে এর পেছনে খরচও কম হয় না। প্রতিদিন একে ১০০ আপেল, ২০ লিটার দুধ, ১৫ কেজি শস্য, শুকনা ফল খাওয়াতে হয়। তাছাড়া দিনে দুইবার তাকে তেল মালিশ করতে হয়। কয়েকবার তাকে হাটাতে নিয়ে যেতে হয়। মাসে চারবার পশম কেটে দিতে হয়।
এটির পরিচর্যায় রয়েছে ১০ জন।
মালিক কর্মবীর জানান, যুবরাজের পেছনে তার দিনে ৩০০০-৩৫০০ রুপি খরচ হয়। আমি একে আমার ছেলের মতো দেখি।
তিনি প্রাণীটিকে সদর মেলা থেকে কিনেছিলেন।