Sat. Sep 20th, 2025
Advertisements

24খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে অনেক কষ্ট করে দেশে অর্থ পাঠান তাদের প্রিয় মানুষটির মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই প্রিয় মানুষটি যখন তার টাকায় চলে ফিরে অন্যের ভোগে নিজেকে মাতোয়ারা করেন তখন তা শুধু সেই প্রবাসী ভাইটিকে নয়, আমাদেরকেও ভীষণভাবে কষ্ট দেয়।
আজকে এমন একটি সত্য ঘটনার ভিডিও দেখবেন যে ঘটনা দেখে আপনার চোখেও পানি আসতে বাধ্য। কি সেই ঘটনা। জানতে ৫ বছর পেছনে যেতে হবে। যেখানে যুবকটি একটি মেয়েকে ভালোবেসে নিজের বাবা মা-সহ সবাইকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। একসময় বউয়ের প্ররোচণায় বিদেশ যান তার অতিরিক্ত চাহিদা মেটাতে। কিন্তু আসলে কি চায় সেই স্ত্রী রুপী তরুণী?
বিদেশ যাবার পর ৬ মাস থেকে একবছর ভালোভাবেই দিন কাটছিলো। কিন্তু ১ বছরের মাথায় এক বন্ধুর কম্পিউটারে একটি গোপন ভিডিও ক্লিপ দেখে তার মাথা ঘুরে যায়। একি দেখলো স্তে দেশে রেখে আসা তার প্রিয়তম বৌ, অন্য পুরুষের সাথে একই বিছানায় একি করছে? পাঠক পুরো ঘটনা জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো।