খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: প্যারিসের বন্ধুদের জন্য প্রার্থনা ও ভালবাসা।’
অক্ষয় কুমার লিখেছেন, ‘প্যারিস হামলার ভয়াবহ খবর শুনে ঘুম ভাঙল আজ। আমরা কি কোনোদিনই এগবো না? আক্রান্তদের জন্য আমার প্রার্থনা ও ভালবাসা রইল।’
প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন, ‘কোনো কথার প্রয়োজন নেই। প্যারিসের জন্য প্রার্থনা করুন।’
নিমরত কউর লিখেছেন, ‘এরপর হয়তো এর থেকেও ভয়াবহ কিছু হবে। যার নীচে প্যারিস হামলার স্মৃতিও চাপা পড়ে যাবে। খুবই দুঃখজনক ঘটনা।’
আনুষ্কা শর্মা লিখেছেন, ‘প্যারিস হামলার বীভৎস খবর শুনে ঘুম ভাঙল। কাপুরুষের মতো এ রকম হামলার বিরুদ্ধে লড়তে প্যারিসের শক্তি প্রার্থনা করি।’
বিপাশা বসু লিখেছেন, ‘সত্যিই যদি সন্ত্রাস পৃথিবী থেকে মুছে ফেলা যেত। মানব সভ্যতার শান্তি ও সুরক্ষা প্রার্থনা করি।’
আলিয়া ভাট লিখেছেন, ‘আতঙ্কিত! মানব সভ্যতার ওপর হামলা! বিশ্বে শান্তি নেমে আসুক।