Wed. Oct 15th, 2025
Advertisements

78খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: জনপ্রিয় টিভি অভিনেত্রী জাকিয়া বারী মম। প্রায় ছয় বছর থেকেছেন জাবি ক্যাম্পাসে। কিন্তু কোনো দিন ঢুকেননি ছেলেদের হোস্টেলে। তাই প্রথমবার ছেলেদের আবাসিক হলে ঢুকে নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘রেকর্ড ব্রেক।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ছাত্রী মম তার অভিনীত একটি নাটকের শুটিংয়ের জন্য জাবির বঙ্গবন্ধু হলে গিয়েছেন।
এ প্রসঙ্গে মম বলেন, “ছেলেদের হলে তো মেয়েরা প্রবেশ করতে পারে না। কোনোদিন ছেলেদের হলে যাওয়া হয়নি। এবার নাটকের প্রয়োজনে ছেলেদের হলে যাওয়া হল। সেখানে সকাল আহমেদ পরিচালিত ‘দ্বিতীয় কুসুম’ নামের একটি ধারবাহিক নাটকের শুটিং করেছি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়েই নাটকটি নির্মিত হচ্ছে। এতে মেঘলা নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন মম। প্রচণ্ড আত্মবিশ্বাসী মেয়ে মেঘলা। মম বলেন,‘নাটকটিতে মেঘলার জীবনের চারটি পার্ট দেখানো হবে। এটি খুবই আত্মবিশ্বাসী একটি চরিত্র। সে কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে আপস করে না।’
কাজী শাহেদুল ইসলামের রচনা থেকে দ্বিতীয় কুসুম নাটকটিতে আরও অভিনয় করছেন- বিজরী বরকতুল্লাহ, তুষার খান, ইরাফান সাজ্জাদসহ অনেকে। গত তিন দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুটিং হচ্ছে নাটকটির। জবির কলা ভবনে শুটিং করছেন বলেও জানান মম।
মম আরো বলেন, ‘নিজের ক্যাম্পাসে শুটিং করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এত স্মৃতি। সেখানে গেলে যে কী পরিমাণ ভাল লাগা কাজ করে সেটা বলে বোঝানো যাবে না।