খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: প্যারিসে একাধিক স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তব্ধ পুরো পৃথিবী। হামলার প্রতিবাদে মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। ক্ষোভ, হতাশা আর সমবেদনা জানিয়েছেন বলিউড তারকারাও।
#প্যারিসঅ্যাটাক হ্যাশট্যাগটি ব্যবহার করে টুইট করেছেন অনেক বলিউড তারকা। হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন #প্রেফরপ্যারিস হ্যাশট্যাগ দিয়ে। শনিবার সকালেই এই টুইটগুলো ট্রেন্ডিং-এর শীর্ষে পৌঁছে যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কারফিউ জারি হয়েছে ফ্রান্সজুড়ে। এই ভয়াবহতার বিবরণ দিয়ে গীতিকার জাভেদ আখতার টুইট করেন, “অভিধানে এমন শক্তিশালী কোনো শব্দ নেই যা দিয়ে প্যারিসের এই জঘন্য এবং ঘৃণ্য হত্যাযজ্ঞের প্রতিবাদ করা সম্ভব”।
প্রিয়াংকা চোপড়া সমবেদনা জানিয়ে লেখেন, “প্যারিসের ঘটনায় আমি মর্মাহত। পৃথিবী কোথায় যাচ্ছেৃ এ ধরনের ধ্বংসযজ্ঞের মানেটা কি? #প্রেফরপ্যারিস। আমি হৃদয় ভারাক্রান্ত।”
বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি টুইট করেন, “প্যারিসের ঘটনা খুবই ভয়াবহ! এ অভাবনীয় সহিসংতায় আমার হৃদয় ভেঙে গেছে। এর শেষ কোথায়? ”
অনিল কাপুর লেখেন, “কোনো আদর্শই জীবন কেড়ে নেয়ার অধিকারকে সমর্থন করে না। আমরা প্যারিসের সঙ্গেই আছি”।
এদিকে হতাহতের সংখ্যা এখন ২০০ ছুঁই ছুঁই। মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় ৮৯ জন। হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করে #প্রেফরপ্যারিস টুইট করে নিজেদের সংহতি প্রকাশ করেন ইয়ামি গৌতাম, আয়ুশমান খুরানা, সোনু নিগাম, সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ, রাভিনা ট্যান্ডন, ভিভেক ওবেরয়, বিপাশা বসুর মত তারকারা।
মহেশ ভাট তনয়া আলিয়া ভাট লেখেন, “নিতান্তই জঘন্য এবং নিকৃষ্ট এক দিন আজ। এই হত্যাযজ্ঞ যেন মানবতার ওপরেই এক চরম আঘাত।”
প্যারিসের প্রতি নিজের ভালবাসা জানিয়ে টুইট করেন অভিনেত্রী সোনাম কাপুর, “ প্যারিসকে ভালোবাসি। সঙ্গেই আছি।”
প্যারিসে অবস্থিত ভারতীয়দের সাহায্যার্থে একটি হেল্পলাইনের কথা জানিয়ে টুইট করেন ঋত্বিক রোশান, “নিরীহ মানুষের উপর এরকম ভয়ঙ্কর আক্রমণে ব্যাথিত আমি। ভারতীয়দের সাহায্যার্থে হেল্পলাইন- ০১৪০৫০৭০৭০”।
ভিশাল দালদানি লেখেন, “সন্ত্রাসবাদের জয় কখনোই হতে পারে না, যতক্ষন পর্যন্ত মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর ক্ষমতা আমাদের রয়েছে। #মানবতা।