Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: আশিকী’ ছবির মধ্য দিয়ে দর্শকপ্রিয় হয়েছেন নুসরাত ফারিয়া। এবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই মডেল ও চিত্রনায়িকা। ছবির নাম ‘হিরো-৪২০’। ছবিতে কলকাতার নায়ক ওমের বিপরীতে অভিনয় করবেন ফারিয়া। ‘আশিকী’ ছবির মতোই এই ছবিও যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল। ছবিটি জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মাণ করা হচ্ছে। ছবির শুটিং আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে বলে জানান নুসরাত ফারিয়া।
এনটিভি অনলাইনকে ফারিয়া বলেন, ‘ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তবে এতটুকু জানতে পেরেছি যে ছবিটি রোমান্টিক কমেডি হবে।’
ফারিয়া অভিনীত ‘আশিকী’ বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। তিনি এনটিভি অনলাইনকে জানান, “চলতি সপ্তাহে আমি আবারও ‘আশিকী’ ছবি হলে দেখতে যাব। এর কারণ প্রথম ছবিতে যা যা ভুল করেছি, দ্বিতীয় ছবিতে তা আর করতে চাই না। তাই ছবিটি আবারও দেখা প্রয়োজন বলে মনে করছি। আমার প্রথম ছবি আট সপ্তাহ ধরে বিভিন্ন হলে চলছে, এটা সত্যি আনন্দের ব্যাপার। আর আমি মনে করি, আমার দায়িত্ববোধও একটু বেড়ে গেছে। তাই দর্শকরা দ্বিতীয় ছবি দেখে যেন নিরাশ না হন, সেই চেষ্টাই আমি করব।