খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠিত হলো কদিন আগেই। সমকামীদের জন্য পরিস্থিতি এখন অনেকটাই অনুকূল। কিন্তু ‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা জ্যাখারি কুইন্টো বছরের বছরের পর দমন করেছেন নিজের সমকামী সত্ত্বাকে। মানুষের তীর্যক দৃষ্টি আর কটূক্তি এড়াতেই এ পথ বেছে নিয়েছিলেন তিনি।
গোঁড়া ক্যথোলিক পরিবারে বেড়ে ওঠা এই অভিনেতা নিজের সমকামিতার ব্যাপারে প্রথম মুখ খোলেন ২০১১ সালে।
এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী জ্যাখারি জানান, “আমি আমার কৌতুহল আর আগ্রহকে অস্বীকার করেছিলাম। সহপাঠীদের সঙ্গে মাঝে মাঝে এলোমেলো যৌনাচার হতো। কলেজে উঠেও যৌন সম্ভোগের বিষয়টি ঘটেনি। আমি নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলাম এবং যৌনভাবে সক্রিয় ছিলাম না। আমি মূল্যবান কিছু বছর হারিয়েছি।”
আমি রীতিমত মানসিক যন্ত্রণায় ভুগছিলাম, তবে বিষয়টি নাট্যবিদ্যালয়ে কাজে লেগেছিল। কলেজের শেষের দিকে আমার সবচেয়ে ঘনিষ্ট বন্ধুকে বিষয়টি জানালাম। পরে আমার পরিবারকেও জানালাম। আমার মা এবং ভাইকে বিষয়টি জানাতে ভীষণ ভয় পাচ্ছিলাম। কিন্তু তারা যথেষ্ট সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে।”
জ্যাখারি আরো জানান, বিষয়টি মেনে নিতে তার মায়ের বেশ কষ্ট হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তার পরিবার তার জীবন এবং পছন্দকে সম্মান জানাতে শিখেছে।