Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : চলচ্চিত্র জগতের গল্প নিয়ে নির্মিত হয়ে চলচ্চিত্র ‘আই লাভ ইউ প্রিয়া’। একটি শতভাগ মৌলিক গল্পের ছবি। আমাদের দেশে এই প্রথম এধরনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মান হয়েছে। আমি আশা করি দর্শক দেখতে বসলে গল্পের কারণে শেষ না করে আসন থেকে উঠতে পারবে না। লোকেশন ও নির্মানের মুন্সিয়ানাও আকৃষ্ট করবে চলচ্চিত্র বোদ্ধা ও দর্শককে।
এভাবেই ছবিটি নিয়ে মুঠোফোনে আজ দুপুরে ব্রেকিংনিউজের সঙ্গে কথা বলছিলেন চলচ্চিত্রটির পরিচালক মামুন খান। তিনি জানান, ৪ বছর আগে ছবিটির শুটিং শুরু করেছিলাম । ব্যক্তিগত ব্যস্ততা ও চলচ্চিত্র নিয়ে উন্নত প্রশিক্ষন নিয়ে সুদুর যুক্তরাষ্ট্রে যাওয়ায় ছবির কাজ শেষ করতে দেরী হয়েছে।
তিনি জানান, ২০ নভেম্বর ছবিটি একযোগে সারাদেশ ব্যাপী মুক্তি পাবে। ছবিতে অভিনয় করেছেন সুপার হিরো-হিরোইন খ্যাত অভিনেতা সাগর ও শম্পা । ছবিটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর শাহিন। ইতোমধ্যে ছবিটি নিয়ে কাকরাইলের ছবি পাড়ায় জোড় আলোচনা চলছে। ৩০টি হলে ছবিটি বুকিং দেয়া হয়েছে।
নির্মাতা জানান, আরো ২০টি হলে অর্থাৎ মোট ৫০টি হলে ছবিটি চালানোর ইচ্ছে আছে তার। গল্প ও নির্মান শৈলির কারণে ছবিটি দর্শক দেখবে বলে বিশ্বাস করেন তিনি। ছবিতে এ ছাড়াও অভিনয় করেছেন, সিরাজ হায়দার, দুলারী, আমিন আজাদ, রাতিন, ফারজানা আক্তার, মামুন খান প্রমূখ। ছবিটিতে মোট ছয়টি গান রয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, এন্ডু কিশোর ,রূপম, কনা, ন্যান্সী, এস আই টুটুল ও কিশোর শাহিন। গানগুলো ইতোমধ্যে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে।