Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

83খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বেশ পরিচিত মুখ পার্বতী মেনন। ভিন্ন ঘরানার ছবি করে বেশ খ্যাতি কুড়িয়েছেন। তামিল ছবি ‘পু’-তে অভিনয়ের ঝলক দেখিয়ে ২০০৮ সালে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি আরো বেশি আলোচিত লিঙ্গ বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলার জন্যে।
সম্প্রতি থিরুভানন্থপুরাম শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জেন্ডার ইক্যুয়িটি-তে পার্বতী বলেন, ভারতীয়দের যৌনতা নারী এবং স্তনকেন্দ্রিক। মালায়লা মনোরমার এক প্রতিবেদনে বলা হয়, ওই কনফারেন্সে পার্বতী বলেন, ভারতীয়রা যৌনতা বলতেই নারী ও স্তনকে বোঝেন। যৌনতা শব্দ তাদের কাছে আর কোনো বিশেষ অর্থ বহন করে না। যদিও সেক্স ও জেন্ডার আলাদা বিষয়। কিন্তু ভারতে তা সমার্থক অর্থেই গ্রহণ করে মানুষ। এটা মনোবিজ্ঞানের বিষয়।
পার্বতী সম্প্রতি জেন্ডার স্টাডিজ নিয়ে কাজ করছেন। তার মতে, ভারতে লিঙ্গ বৈষম্য দূর করতে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানেও আর্থসামাজিক অবস্থা অনুযায়ী যৌনশিক্ষা দিতে হবে। সুপারহিট ছবি ‘ব্যাঙ্গালোর ডেইস’-এর পরিচালক অঞ্জলি মেনন ছিলেন কনফারেন্সে। তিনি বলেন, আমি এমন জায়গায় কাজ করি যার চারপাশটা পুরুষদের দখলে। কার্মিয়াল ছবির হিরোরা নারীদের সঙ্গে যা করেন, তাই অনুকরণের চেষ্টা করেন সমাজের পুরুষরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের আরো অংশগ্রহণ প্রয়োজন। এটা হতে পারে ক্যামেরার আড়ালে, অথবা সামনে।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া