Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বেশ সময় কেটে গেছে পপ স্টার জাস্টিন বিবারের ইমেজে ‘ব্যাড বয়’ তকমা লেগে গেছে। বিশেষ করে প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৪ সালে মিয়ামি এবং অন্টারিওতে বাজে গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হন তিনি। এ বছরের চলতি মাসেই প্রকাশ পেয়েছে তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘পারপাস’। এ উপলক্ষে ‘ভালো ছেলে’ ইমেজটা ফিরিয়ে আনতে চান তিনি। আর এর জন্যে বহু কাজ করতে যাচ্ছেন বিবার। কি কি করছেন তার উদাহরণটা দেখে নিন।
১. ২০১৫ সালের ২৮ জানুয়ারি ফেসবুকে এক ভিডিওতে জাস্টিন বলেন, আমি যা হতে চেয়েছিলাম তা হতে পারিনি। অনেক সময় মনের ভেতরে যা থাকে তা মানুষকে দেখানো যায় না। বহু আবেগ ছড়িয়ে রয়েছে। কিন্তু তারুণ্যের এ সময় সুষ্ঠু ক্যারিয়ার ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আবার সাধারণের মতো বেড়ে ওঠাও খুব কঠিন। আমি অন্যদের কতটা ভালোবাসি তা জানাতে চাই।
২. এ বছরের ফেব্র“য়ারিতেই কালিমা মুছতে এলিন ডিজেনারেস-এ বিবার জানান, বিগত বছর ধরে এমন কিছু করেছি যা নিয়ে আমি সুখী নই। আমি আদর্শ মানুষ হতে চাই। অতীতের সব ভুল মুছে ফেলতে চাই।
৩. ফেব্র“য়ারির ৫ তারিখেই দারুণ এক কাজ করলেন বিবার। দুর্ঘটনাক্রমে তার ১৬ বছর বয়সী এক ভক্তের ৪৫ শতাংশ দেহ পুড়ে যায়। গ্যাস লিক থেকেই এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। ‘দ্য ডক্টরস’ টক শো-তে এই ভক্তকে উদ্দেশ করে বিবার বলেন, তোমাকে নিয়ে আমি কতটা গর্বিত তাই বলতে চাই। তুমি আমাদের জন্যে কতটা অনুপ্রেরণাদায়ক তা জানাতে চাই। এ অনুষ্ঠানের প্রত্যেক দর্শকের অনুপ্রেরণা তুমি। এ পৃথিবীর সবার জন্যে তুমি তা-ই। আমি কেবলমাত্র ভিডিওতে নয়, তোমাকে সামনা সামনি দেখতে চাই।
৪. নিউ ইয়র্কে ‘কমফোর্ট ডিনার’-এ ডিনার করছিলেন বিবার। তার পাশে বসেই কয়েকজন পুলিশ অফিসারও খাচ্ছিলেন। হঠাৎ করেই বিবার তাদের মেহমান বানিয়ে নিলেন এবং বিল দিয়ে দিলেন।
৫. ২০১৫ সালের ১০ মার্চে উইল ফেরিসের ১১তম বার্ষিক ডেজার্ট স্ম্যাশ টেনিস টুর্নামেন্টে অংশ নিলেন বিবার। এখান থেকে যা উপার্জন আসবে তা ক্যান্সারের চিকিৎসায় কলেজের চ্যারিটিতে দেবেন তিনি।
৬. মার্চের ১৪ তারিখে ‘ব্র“টাল কমেডি সেন্ট্রাল রোস্ট’-এ দেখা গেলো বিবারকে। সেখানে দারুণ বদান্যতার পরিচয় দিলেন তারকা। বিগত সময়ের বাজে আচরণের জন্যে ক্ষমা চাইলেন সবার কাছে। বললেন, গর্বিত হওয়ার মতো বহু ঘটনা আমার জীবনে খুঁজে পাই। আবার এমন ঘটনা স্মৃতিতে আছে যাতে আমি জড়িয়ে পড়তে চাইনি।
৭. মের ২৭ তারিখে লস অ্যাঞ্জেলসের ২০ জন তরুণী ভক্তের জন্যে একটি প্রাইভেট কনসার্টের আয়োজন করেন বিবার।
৮. ‘সেভেনটিন ম্যাগাজিন’-এর জুন/জুলাই ইস্যুতে ট্যুর নিয়ে ক্ষমা চাইলেন বিবার। বললেন, নিজেকে নিয়ে সত্যিই হতাশ ছিলাম আমি। যদি আপনাদের দুঃখ দিয়ে থাকি, তবে ক্ষমা চাইছি।
৯. জুলাইয়ের ২৮ তারিখে ক্যালিফোর্নিয়ার একটি চার্চে ছুটে গেলেন বিবার। সেখানে ডাউন সিনড্রোমে আক্রান্ত এক ভক্ত শিশুকে দেখতে গিয়েছিলেন তিনি।
১০. নভেম্বরের ১০ তারিখে এলিন ডিজেনারেস এর ‘বিবার উইক’ অনুষ্ঠানে বেশ কয়েকজন ভক্তকে রীতিমতো চমকে দিলেন তারকা। একই টক শো-তে ওই ভক্তদের একটি করে ভিআইপি টিকেট উপহার দিলেন বিবার।
সূত্র : এমএসএন