খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে পর্দায় অভিষেক বিপাশার। এই ছবির ‘প্রেম রসিয়া’ গানে তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করে। এরপর একে একে অনেক আইটেম গানে নেচেছেন এই লাক্স সুন্দরী।
গতকাল শাহেদ চৌধুরীর ‘আড়াল’ ছবির আইটেম গানের মাধ্যমে অর্ধশত পূর্ণ করলেন বিপাশা।
তিনি বলেন, ‘কখন যে এত গানে পারফর্ম করেছি বুঝতে পারিনি। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। এখন অবশ্য আগের চেয়ে আইটেম গান কম করছি। তা ছাড়া বেশ কয়েকটি ছবির মূল নায়িকা আমি। তাই অভিনয়ের দিকেও নজর দিতে হচ্ছে। আগামী দিনে আরো বেছে বেছে কাজ করার চেষ্টা করব।’
‘চুইংগাম’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন রবিন খান। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ ও আঁচল।
খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে পর্দায় অভিষেক বিপাশার। এই ছবির ‘প্রেম রসিয়া’ গানে তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করে। এরপর একে একে অনেক আইটেম গানে নেচেছেন এই লাক্স সুন্দরী।
গতকাল শাহেদ চৌধুরীর ‘আড়াল’ ছবির আইটেম গানের মাধ্যমে অর্ধশত পূর্ণ করলেন বিপাশা।
তিনি বলেন, ‘কখন যে এত গানে পারফর্ম করেছি বুঝতে পারিনি। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। এখন অবশ্য আগের চেয়ে আইটেম গান কম করছি। তা ছাড়া বেশ কয়েকটি ছবির মূল নায়িকা আমি। তাই অভিনয়ের দিকেও নজর দিতে হচ্ছে। আগামী দিনে আরো বেছে বেছে কাজ করার চেষ্টা করব।’
‘চুইংগাম’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন রবিন খান। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ ও আঁচল।