Tue. Sep 16th, 2025
Advertisements

14খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: নাইজেরিয়ার উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ঘটা এই বিস্ফোরণে আহত হয়েছেন ৮০ জন।
নিরাপত্তাসূত্রগুলো জানিয়েছে, নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের রাজধানী ইয়োলার একটি ব্যস্ত বাজারের মোটরবাইক রাখার স্থানে স্থানীয় সময় রাত ৮টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় স্থানটি অনেক খাদ্য বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ী দিনের কাজ গুটিয়ে দোকান-পাট বন্ধ করছিলেন।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার(এনইএমএ) একজন কর্মকর্তা সাদ্দু বেল্লো জানিযেছেন, এ ঘটনায় নিহত হয়েছেন ৩২ জন এবং আহত ৮০ জন।
বিবিসি বলছে, এরআগে শনিবার ইয়োলা সফর করেছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম পরাজিত হওয়ার পথে।
চলতি বছর ইয়োলায় দুই দফা প্রাণঘাতী বোমা হামলার ঘটনা ঘটল।
তবে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনা কারা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনোকিছু জানা সম্ভব হয়নি।