Tue. Sep 16th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: প্যারিসের হামলাকারীদের ধরতে পুলিশের অভিযানের মধ্যে উত্তরাঞ্চলীয় সেইন্ট ডেনিস এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল ফরাসি পুলিশের বিশেষ বাহিনী।
গত শুক্রবার প্যারিসে জঙ্গি হামলায় জড়িত নবম এক ব্যক্তির তথ্য এর মধ্যে তদন্তকারীরা পেয়েছেন, যাকে ধরতে এই অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর দিয়েছে স্থানীয় টেলিভিশন বিএফএমটিভি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভোররাত সাড়ে ৪টা থেকে বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ পান।
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। এতে ৪ শতাধিক মানুষ আহত হন। কথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
হামলার সময় সাত হামলাকারী নিহত হন। অপর দুইজন ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে।
সেইন্ট ডেনিসের একটি স্টেডিয়ামের কাছে বুধবার ভোররাতে এই অভিযান চালাচ্ছিল পুলিশ, যেখানে গত শুক্রবার তিন আত্মঘাতীর হামলায় এক পথচারীর মৃত্যু হয়।