Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : যুগল নির্মাতা নদী-ফিরোজ পরিচালিত চলচ্চিত্র যদি তুমি জানতে। জুটি বেঁধে এ চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিয়া বৃষ্টি ও নবাগত অভিনেতা আশরাফ কিটু। সম্প্রতি চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক জেসমীন আক্তার নদী।
এ প্রসঙ্গে নদী বলেন, ‘যদি তুমি জানতে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে। পরিবেশক সমিতিতে আলাপ-আলোচনা করে মুক্তির দিন ঠিক করব।’
এস এম শাকিলের চিত্রনাট্যে ঢাকা, পুবাইল, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।
তানিয়া-কিটু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু ও শাহেদ। এতে গান রয়েছে মোট চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এহছান রাহি, কনা, আঁখি আলমগীর।
ঘাসফুল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় মডেল ও ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির। চলচ্চিত্রটি পরিচালনা করেন আকরাম খান। ভিন্ন ঘরানার এ চলচ্চিত্রটিও বেশ প্রশংসিত হয়েছে। সেই সুবাদে তানিয়া বৃষ্টির নামও ছড়িয়েছে বেশ।
এর পর চলতি বছরের ২১ আগস্ট মুক্তি পেয়েছে ফারুক ওমর পরিচালিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র লাভার নাম্বার ওয়ান। এতে বৃষ্টির নায়ক বিপরীতে অভিনয় করেন বাপ্পী।