খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : বলিউডে তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোনম কাপুর। তবে সোনম কাপুর তার অভিনয়ের জন্য যতটা না জনপ্রিয়, তার চেয়ে বেশি জনপ্রিয় নিজের পোশাক ও স্টাইলের জন্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন সিনেমা প্রেম রতন ধন পায়ো। এ সিনেমায় প্রথমবারের মতো সালমান খানের নায়িকা হিসেবে দেখা গেছে সোনম কাপুরকে। বক্স অফিস সাফল্যের রেকর্ড গড়ার পথে রয়েছে সিনেমাটি। প্রশংসিত হয়েছে সোনমের অভিনয়ও।
সিনেমার সাফল্যের পাশাপাশি এবার একটি ম্যাগাজিনের ফটো শুটেও সকলের মন জয় করে নিয়েছেন সোনম। মডেল হিসেবেও তিনি যে কোনো অংশে কম নয়, সেটাই দেখিয়েছেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে।
সম্প্রতি জনপ্রিয় ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারের জন্য ওয়ের্স্টান আউটফিটে ফটোশুট করেছেন সোনম। আর সেই ছবি নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করে লিখেছেন, ‘এই পোস্টারটা আমার দারুণ লেগেছে’। ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সোনমের এই ছবি। কমেন্টে সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে।
কেননা ওয়ের্স্টান আউটফিটেও যথেষ্ট সুন্দরী তিনি। প্রেম রতন ধন পায়ো সিনেমার বক্স অফিসে সাফল্যের পাশাপাশি এবার ফিল্মফেয়ার ম্যাগাজিনের নিজের লাস্যময়ী রূপের সাফল্যেও উপভোগ করছেন সোনম।