খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : মেদ ঝেড়ে অস্ট্রেলিয়া থেকে ১৫ নভেম্বর দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দুই মাস অস্ট্রেলিয়ায় অবস্থান করে তিনি দেশে ফিরেলেন।
এমনটাই জানিয়েছেন শাবনূরের এক সহকারী।
জানা গেছে, শরীরের মেদ অনেকটাই ঝেড়ে ফেলেছেন। মূলত মেদ কমানোর জন্যই বিদেশে পাড়ি জমিয়েছিলেন শাবনূর।
২০১৩ সালের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন শাবনূর। আর এ সময়েই তার বিয়ের খবর প্রকাশিত হয়ে পড়ে। আর ২০১৩ সালের ৩১ ডিসেম্বর এক পুত্র সন্তানের মা-ও হন তিনি। এরপর থেকেই শাবনূর ভক্তরা তার দেশে ফেরার ব্যাপারে উৎসুক হয়ে পড়েন।
২০১৪ সালের মাঝমাঝিতে সন্তানকে নিয়ে দেশে ফিরেছিলেন শাবনূর। তবে সন্তানের দেখভাল করতেই ব্যস্ত ছিলেন তিনি। নতুন কোনো ছবিতে শুটিং না করলেও এ বছরের ১ সেপ্টম্বর তিনি আগের অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’ ছবির শুটিং শেষ করেন। এরপর কোরবানীর ঈদের আগে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।
দুই মাস অস্ট্রেলিয়ায় কাটিয়ে আবারও দেশে ফিরলেন জনপ্রিয় এই নায়িকা। জানা গেছে, আগের অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করার পাশাপাশি নতুন ছবিতেও অভিনয় করবেন শাবনূর।