Thu. Sep 18th, 2025
Advertisements

80খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশকে এখন অনেক দেশ হিংসা করে বলে মন্তব্য করেছেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রনালয়ে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে এখন অনেক দেশ হিংসা করে। কারণ অনেক দেশই ভেবেছিল স্বাধীনতারপর বাংলাদেশ এগুতে পারবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি। বর্তমানে পাকিস্তানের চেয়ে সব দিক দিয়েই এগিয়ে আছি।
মন্ত্রী বলেন, আমরা বর্তমানে বড় শিল্পের পাশাপাশি ছোট ছোট শিল্পের দিকে নজর দিচ্ছি। যাতে করে তা রপ্তানি করা যায়।
বাংলাদেশের ঔষুদ এখন ১০৭টি দেশে রপ্তানি হবে বলেও জানান মন্ত্রী।
হাইটেক পার্কের জন্য ৪টি কোম্পানি বিনিয়োগ করবে জানিয়ে তিনি বলেন, হাইটেক পার্কের জন্য ৪টি কোম্পানি ৩ বিলয়ন ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে সিঙ্গাপুরের একটি কোম্পানিই করবে ১ বিলিয়ন ডলার।