Wed. Sep 17th, 2025
Advertisements

82খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীর রামপুরায় মিছিল বের করে সংঘর্ষে জড়িয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী দুই সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ছাত্রলীগের পক্ষটি বলছে, যুবলীগ পরিচয়ে বহিরাগতরা তাদের মিছিলে গুলিও চালায়। এতে ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন।
যুবলীগ পরিচয় দানকারী পক্ষের দাবি, তাদের হরতালবিরোধী মিছিলে রামপুরার এক ছাত্রলীগ নেতার গুলিতে আহত হয়েছেন দুই জন।
পুলিশ জানিয়েছে, রামপুরায় আহত পাঁচ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন তপু বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা রামপুরায় একটি হরতালবিরোধী মিছিল বের করেন।
“এসময় নিজেদের যুবলীগ পরিচয় দিয়ে বহিরাগত রইস ও শিবলু রামপুরা এলাকায় মিছিল বের করে। সেই মিছিল থেকে আমাদের ওপর হামলা হয়।”
তপুর দাবি, এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সেলিমের পায়ে গুলি লাগে। পরে আত্মরক্ষার্থে তারা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে।
এ সময় সাইমন ও বাবুল নামে দুই ছাত্রলীগকর্মী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও রইসের লোকজন তাদের ওপর হামলা চালায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, রামপুরা থেকে পাঁচ জন সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- নিপু, আরিফ, সৈয়দ জহির উদ্দিন, জাহাঙ্গীর ও সৈয়দ।
জাহাঙ্গীর ও সৈয়দ নিজেদের যুবলীগকর্মী পরিচয় দিয়ে বলেন, রামপুরার ছাত্রলীগ নেতা তপু তাদের হরতালবিরোধী মিছিলে গুলি চালিয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখে।
পরে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা দেয় জামায়াত।
এই হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে বেলা ১১টায় মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।