খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : ভারতীয় সেন্সরবোর্ডের আপত্তির মুখে পড়েছে বন্ড সিরিজের নতুন সিনেমা ‘স্পেক্টর’ । স্যাম মেন্ডেস পরিচালিত সিনেমাটি শুক্রবার (২০ নভেম্বর) ভারতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির চুমুর দৃশ্যে নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় সেন্সরবোর্ড। তবে বন্ড সিরিজের অন্যান্য সিনেমার মতোই এই সিনেমাটিতেও থাকছে দুর্র্ধষ সব মারামারি।
জানা গেছে, ভারতে প্রদর্শনের জন্য সিনেমাটিতে বেশ কিছু খুনের দৃশ্য থাকলেও চুমুর দৃশ্যগুলো ছেঁটে দৈর্ঘ্যে ছোট করে ফেলা হয়েছে। এই বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিদ্রূপাত্মক শিরোনামে লিখেছে, ‘ভারতে জেমস বন্ড খুন করতে পারবে, কিন্তু তার চুমু খাওয়া নিষিদ্ধ।’
ভারতীয় সেন্সরবোর্ডের আপত্তির কারণে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে নতুন দুই বন্ডকন্যা মনিকা বেলুচ্চি ও লেয়া সেদুর চুম্বন দৃশ্যগুলোর দৈর্ঘ্যে কমাতে হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্রিস্টফ ওয়াল্টজ, নাওমি হ্যারিস, অ্যান্ড্রুস্কট, বেন হুইশো প্রমুখ।