Fri. Sep 19th, 2025
Advertisements

42খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায় নিয়ে বিএনপির পক্ষ থেকে আসাদুজ্জামান রিপন যে বক্তব্য প্রদান করেছেন সে বক্তব্যকে আত্মপ্রবঞ্চনা ও দায়সারা গোছের বক্তব্য বলে অভিহিত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
নৌমন্ত্রী শুক্রবার সকাল ১০টার দিকে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামের নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, এতো দিন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে একটি কথাও বলেনি তারা। যখন ফাঁসির হুকুম হলো তখনো কিন্তু কোনো মন্তব্যই করেনি। এখন তারা একটি দায়সাড়া গোছের বক্তব্য দিয়েছে। এটা দিয়ে তারা (বিএনপি) বলার চেষ্টা করেছে যে, সরকার সঠিকভাবে বিচার করলো না বা যথারীতি বিচার করলো না। আসলে এগুলো সম্পূর্ণই হলো তাদের নিজেদের আত্মপ্রবঞ্চনা। সালাউদ্দিন কাদেরসহ সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় সঠিকভাবে হয়েছে।
আসমত আলী খান ক্রীড়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড.ওবায়দুর রহমান খান প্রমুখ।