Fri. Sep 19th, 2025
Advertisements

44খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দুর্র্ধষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি একই সঙ্গে কার্যকর হতে যাচ্ছে কিনা এই নিয়ে দেশব্যাপী ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বিষয়টি সরকার স্পষ্ট না করলেও পরিস্থিতি সে দিকেই মোড় নিচ্ছে, কেউ কেউ মনে করছে হয়তো একই সঙ্গে দেয়া হবে এই দুই শীর্ষ অপরাধির ফাঁসি। আর বাংলাদেশে একসঙ্গে একাধিক আসামির ফাঁসি কার্যকরের একাধিক নজিরও রয়েছে।
তবে বিচারিক আদালত ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগে সাকা-মুজাহিদের রায় আলাদা সময়েই হয়েছে এবং সংক্ষিপ্ত রায় প্রকাশও হয়েছে আলাদা সময়ে। তবে আপিল বিভাগে এই দুই যুদ্ধাপরাধীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে একই সঙ্গে। এর পর রায়ের কপি পড়ে শোনানো থেকে শুরু করে প্রায় সব কাজই হয়েছে একই সঙ্গে। এছাড়া রিভিউ পিটিশন দাখিল এবং রিভিউ পিটিশনের শুনানি একদিন আগ-পাছ করে হলেও রিভিউ খারিজের রায় হয়েছে একই দিনে।
এদের দুজনকে রাখাও হয়েছে একই কারাগারে পাশাপাশি সেলে। তাছাড়া পরিবারের সদস্যদের দেখা সাক্ষাত এবং রিভিউ খারিজের রায় পড়ে শোনানোর কাজ থেকে শুরু করে ডাক্তারি পরীক্ষা সবই হয়েছে একই সময়ে। ফলে ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতির কাছ প্রাণভিক্ষার আবেদন সুরাহার পর এই দুই যুদ্ধাপরাধীকে একই সময়ে ফাঁসির রশিতে ঝুলতে হবে।