Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : বলিউডে একই গানে একসঙ্গে দুজন জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গেছে বেশ কয়েকবার। তার মধ্যে অন্যতম দিল তো পাগল হ্যায় সিনেমার ‘ড্যান্স অব এনভে’ গানে মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর এবং দেবদাস সিনেমায় ‘ডোলা রে ডোলা’ গানে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রত্যেকবারই গানগুলো প্রকাশিত হবার পর ভক্তদের মনে একটাই প্রশ্ন জেগেছে, গানগুলোতে কে সবচেয়ে ভালো নেচেছেন?
সম্প্রতি প্রকাশিত হয়েছে বাজিরাও মাস্তানি সিনেমার গান ‘পিঙ্গা’। এ গানেও দেখা গেছে বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনকে। ‘পিঙ্গা’ গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় তুলনা, কে সবচেয়ে ভালো নেচেছেন? এই প্রশ্ন থেকেই অনলাইন বিনোদন পোর্টাল বলিউডলাইফ ডটকম একটি পাঠক জরিপের আয়োজন করে। জরিপে ৬৬ শতাংশ ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে দীপিকা ভোট পেয়েছেন ৩৪ শতাংশ।
পাঠকদের মন্তব্য দীপিকার তুলনায় মারাঠি চরিত্রে প্রিয়াঙ্কাকেই বেশি মানিয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি সিনেমায় মাস্তানি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে কাশিবাঈ চরিত্রে। অন্যদিকে বাজিরাও চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে বাজিরাও মাস্তানি সিনেমাটি।