খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী শ্র“তি হাসানের বৃহস্পতি এখন তুঙ্গে। শুধু তামিল নয় বলিউড, তেলেগু সিনেমাতেও বেশ জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি একটি টিভি টক শোতে হাজির হয়েছিলেন এ তারকা। সেখানেই জানিয়েছেন খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
টক শোতে শ্র“তি হাসান তার জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। পাশাপাশি ক্যারিয়ার নিয়েও কথা বলেন তিনি। তামিল সিনেমায় বেশ সফল শ্র“তি জানান তিনি এবার মালায়ালাম সিনেমায় অভিনয় করতে চান। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এ অভিনেত্রী জানান, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি।
সবচেয়ে মজার বিষয় তিনি জানান, তার জন্ম নিবন্ধনপত্রে কোনো জাতের উল্লেখ নেই। সেখানে শুধু ‘ভারতীয়’ উল্লেখ করেছেন তিনি।
শ্র“তি হাসানের সঙ্গে প্রায়ই বিভিন্ন জনের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এ অভিনেত্রী জানান, এখন পর্যন্ত তাকে বিশেষ কেউ প্রেমের প্রস্তাব দেয়নি।