খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : প্রথমবারের মতো বাংলাদেশ সফর। নতুন দর্শকদের সামনে নাচবেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃতিক রোশন। তার সঙ্গে থাকবেন লংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজও। শুক্রবার বিকেল থেকে শুরু হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে রাত নটায় স্টেজে উঠবেন হৃতিক-জ্যাকুলিন। তবে তার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাচের মহড়ায় মেতেছিলেন হৃতিক।
দুপুরের সহশিল্পীদের সঙ্গে নাচের মহড়ায় বেশ সাবলিলই দেখায় হৃতিক রোশানকে। এসময় তার পড়নে ছিল কালো ফুল হাতা গেঞ্জি, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস। ট্রাওজার ও কেডস পায়ে স্বভাবসুলভ ভঙ্গিতে নেচেছেন ‘কহো না পেয়ার হ্যায়’ অভিষেক ছবিতে মাত করা হৃতিক রোশান।
শেষের দিকে কনসার্টে আসবেন হৃতিক ও জ্যাকুলিন। তবে মৌয়ের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে বর্ণিল অনুষ্ঠান। এরপর একে একে মঞ্চে উঠবে ব্যান্ড চিরকুট ও এলআরবি, সংগীতশিল্পী মমতাজ। কে কের পরিবেশনা এরপরই। রাত ৮টায় বিসিবি সভাপতি নাজমুল হাসানের উদ্বোধনী বক্তব্যের পর মঞ্চস্থ হবে মূল আকর্ষণ জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃতিক রোশনের পরিবেশনা। অনুষ্ঠান শেষ হবে লেজার শো আর আতশবাজির আলোয়।