খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : আসলেন মাতিয়ে গেলেন ঢাকার মঞ্চ বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনি।
অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধার পরপর। তবে হৃতিক মঞ্চে ওঠেন রাত ৯টা ৫০ মিনিটে। নিজের অভিনীত কয়েকটি ছবির জনপ্রিয় গানের তালে নেচেছেন, মিলিয়েছেন ঠোঁট। নাচানাচি আর মাতামাতি শেষে হৃতিক মাঠ ও গ্যালারিতে বসে থাকা দর্শকদের উদ্দেশ্যে বাংলায় কথা বলেন, ‘কেমন আছেন? ভালো তো?’ এরপর দম ফেলে বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সুন্দর। আজকের রাতটা সত্যিকার অর্থে পুরোপুরি জাদুময় মনে হচ্ছে।
ঢাকায় হৃতিকের পরিবেশনাকে স্টেডিয়ামে আসা দর্শকরা স্মৃতি হিসেবে বহুদিন রেখে দেবেন নিশ্চয়ই! শুরুতে সহ-নৃত্যশিল্পীরা মঞ্চে নাচেন । তাদের সারা শরীরে আলো ঝিকমিক করছে। মাথা আর পায়ের আলোর রঙ সবুজ। আঁধার মঞ্চে তখন মনে হচ্ছিলো এ যেন আলোর নাচন! তারা সরে যেতেই দেখা গেলো হৃতিকের মুখ। যার জন্য বিশ্বজুড়ে মেয়েরা ফিদা! তিনি মঞ্চে হেঁটে আসছেন, তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে স্টেডিয়াম জুড়ে। গত বছর হলিউডের ‘নাইট অ্যান্ড ডে’ ছবির রিমেকে অভিনয় করেন হৃতিক।
শুরুতে ওই ছবির শিরোনাম গান ‘ব্যাং ব্যাং’-এর তালে নেচেছেন তিনি। এরপর মনে করিয়ে দিলেন ১৫ বছর আগের কথা। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির তুমুল জনপ্রিয় গান ‘এক পাল কা জিনা’র তালে সেই চেনা হৃতিককে পাওয়া গেলো। এরপর আবার ফিরে এলেন ‘ব্যাং ব্যাং’-এ। এবার নাচলেন এ ছবির ‘তু মেরি’ গানের সঙ্গে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নুসরাত ফারিয়া।