Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : এক যুগেরও বেশি সময় পর ফিরলো ‘জুল্যান্ডার’। ১৪ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটির সিকুয়াল মুক্তি পাচ্ছে ২০১৬ সালে। সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে সুপারমডেলের ভূমিকায় আবারও চমক জাগিয়েছেন বেন স্টিলার ও ওয়েন উইলসন। আর এবার তাদের সঙ্গ দিচ্ছেন পেনেলোপি ক্রুজ।
ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাঙ্গাত্মক সিনেমাটির ২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেইলারে উঠে এসেছে মডেল ডেরেক জুল্যান্ডার এবং হ্যানসেলের নতুন অভিযানের গল্প।
একটি আততায়ী সংগঠন উঠে পড়ে লেগেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষদের হত্যা করার জন্য। এরই মাঝে তারা মেরে ফেলেছে মাইলি সাইরাস, আশার এবং জাস্টিন বিবারকে। এই হত্যাকাণ্ড ঠেকাতে ইন্টারপোল থেকে তদন্ত করার জন্য আসেন ভ্যালেন্টিনা। ডেরেক আর হ্যানসেলের সাহায্যে শুরু হয় এই রহস্য উদঘাটনের যাত্রা।
মূল সিনেমার মতো এবারও সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার এবং ওয়েন উইলসন। থাকছেন প্রথম সিনেমার খলনায়ক উইল ফেরেলও।
‘জুল্যান্ডার টু’র অন্যতম আকর্ষণ হিসেবে এবারও থাকছে তারকাদের বিশেষ উপস্থিতি। দেখা যাবে কানইয়ে ওয়েস্ট, আরিয়ানা গ্রান্দে, জাস্টিন বিবার, বেনেডিক্ট কাম্বারব্যাচ, লুইস হ্যামিল্টনসহ বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় বেশ কয়েক জন তারকাকে।
‘জুল্যান্ডার টু’ মুক্তি পাবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের উদ্বোধনী দিনে, ২০১৬ সালের ১২