খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক প্রায় এক বছরের। ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মুখ খোলেননি এই তারকাজুটি। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টা তাঁরা লুকিয়ে রাখতে পারেননি। বিভিন্ন সময়ে খবর বেরিয়েছে-তাঁদের বাগদান হয়েছে, এ বছরই বিয়ে, বিয়ের পথে একমাত্র বাধা রণবীরের বাবা ঋষি কাপুর। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় অবাক হয়েছে বলিউডের অনেকেই। এক ফিল্মি পার্টিতে গিয়েছিলেন ক্যাটরিনা, আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন ‘হবু শ্বশুর’ ঋষি কাপুর। সেখানে ঋষিকে ‘বাবা’ বলে সম্বোধন করেছেন ‘রাজনীতি’ তারকা। টাইমস অব ইন্ডিয়ার ভাষ্য মতে, ঋষির পেছনে গিয়ে দাঁড়ান ক্যাট। তাঁর কাঁধে হাত রেখে দৃষ্টি আকর্ষণ করেন। তারপর মিষ্টি কণ্ঠে বলেন, ‘হাই বাবা, কেমন আছ তুমি?’ মুচকি হেসে উত্তর দিতে দেখা যায় ঋষিকেও।