Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: সম্প্রতি জেমস বন্ডের নয়া ছবি স্পেক্টার মুক্তি পেয়েছে ভারতে। তারপরেই হইচই। লম্বা চুমুর দৃশ্য ভারতীয় সেন্সর কাঁচির দাপটে কেটে ছেঁটে এইটুকু। সঙ্গে সঙ্গে শুরু বিতর্ক, সমালোচনা। উঠছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে নীতি পুলিশগিরির অভিযোগও। এ হেন চুমুতে কাঁচি চালিয়ে তাই বেজায় বিপাকে পরেছেন সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহলনি। কিন্তু সমালোচনা যতই হোক দমতে রাজি নন তিনি। একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের কাজকে বেশ জোর গলাতেই সমর্থন করেছেন ।
বলেছেন ‘‘ আগের বোর্ডের মাথারা সংস্কারি ব্যাপার নিয়ে মোটেও মাথা ঘামাতেন না। আমরা তো চুম্বন দৃশ্যর অনুমতি দিয়েছি। শুধু দৃশ্যটা খানিক ছোট করেছি।’’ ১০ সেকেন্ডের চুমুর সঙ্গে এক মিনিটের লম্বা চুমুর পার্থক্যটা কী জানতে চাইলে বেশ খেপে যান তিনি। উত্তর দেন এবার কি আপনি বাড়ির দরজা খুলে সঙ্গম করতে চান? দুনিয়ার লোককে দেখাতে চান ঠিক কীভাবে আপনি সঙ্গমটা করেন? এরপরে অবশ্য চুমুর সঙ্গে প্রকাশ্যে সঙ্গমের সম্পর্ক জানতে চাইলে তাঁর কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

অন্যরকম