খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: চতুর্থ অ্যালবামের কাজ শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। গত শনিবার এই অ্যালবামের দুটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অবশেষে অ্যালবামের কাজটি শুরু হয়েছে। এর মধ্যে আবার আমার বড় মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তাই সামনের কয়েকটি দিন তাকে নিয়েই ব্যস্ত থাকতে হবে। এর ফাঁকে যদি সময় পাই, তাহলে দু-একটি গানের রেকর্ডিং করব। আমার গাওয়া দুটি গানের মধ্যে একটি খুব ভালো লেগেছে। আশা করি, এই অ্যালবামের সুবাদে কয়েকটি ভালো গান শ্রোতারা উপহার পাবেন।
এদিকে, আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’। এতে ওপার বাংলা থেকে গাইতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়। বাংলাদেশ থেকে এই কনসার্টে গান গাইবেন ন্যান্সি এবং পারভেজ। দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আয়োজকেদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অতিথিশিল্পীর নামে অনুষ্ঠানের নামকরণ করে দেশীয় শিল্পীদের ছোট করা হচ্ছে। তাছাড়া ভারতের শিল্পীরা গাইতে এলে আমাদের শ্রোতাদের ভেতরেও এক ধরনের উত্তেজনা দেখা যায়। কিন্তু দেশীয় শিল্পীদের ক্ষেত্রে এটা হয় না। বিষয়টি সত্যিই দুঃখজনক।
গানের জগতে ন্যান্সির আগমন ২০০৫ সালে। তার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। এরপর ‘রঙ’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘দুষ্টু ছেলে’ তার ক্যারিয়ারের তৃতীয় একক গানের অ্যালবাম।