খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিয়ে নিয়ে চলছে নানা গুঞ্জন। সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর কিছুদিন আগে এক প্রতিবেদনে জানা গিয়েছিল মার্কিন এক ব্যক্তির সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী। এবার শোনা গেল সেই ব্যক্তির সঙ্গেই আসছে জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন প্রীতি।
প্রীতি জিনতা অবশ্য এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে এ অভিনেত্রীর একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, আসছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রীতি। সেখানেই প্রেমিক জেনে গুডএনাফের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তিনি। জাঁকজমকপূর্ণ নয়, ঘনিষ্ঠজনদের নিয়ে সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে সাতপাঁকে বাঁধা পড়বেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
৪০ বছর বয়সি প্রীতির সঙ্গে জেনে গুডএনাফের প্রেমের সম্পর্ক নিয়ে সূত্রটি বলেন, ‘চলতি বছর যখন প্রীতি আইপিএল নিয়ে ঝামেলায় ছিলেন সে সময় জেনে গুডএনাফ তাকে সহযোগিতা এবং সঙ্গ দিয়েছেন। বিয়ের বিষয়ে সব কিছু ঠিক হওয়ার পর প্রীতি যুক্তরাষ্ট্রে যাবেন, অবশ্য কাজের জন্য তিনি আবার ফিরে আসবেন।’
যদিও এর আগে প্রীতির একজন ঘনিষ্ঠ বন্ধু জেনের সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়ে বলেছিলেন, ‘জেনে প্রীতির বয়ফ্রেন্ড নয়। তারা খুব ভালো বন্ধু। প্রীতির ভাই এবং ভাতিজা যুক্তরাষ্ট্রে থাকেন এবং তিনি মাঝে মাঝে সেখানে বেড়াতে যান। সেখানে তার বেশ কয়েকজন মার্কিন বন্ধু আছে। জেনে তাদের মধ্যেই একজন