Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। বুধবার রাতে যাদবপুর এলাকার বিজয়গড় থেকে অ্যানি সিং ওরফে অনিতা নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অনিতাকে বৃহস্পতিবার দুপুরেই বারুইপুর আদালতে তোলা হয়।
ংৎর-ষবশযধশ্রীলেখার অভিযোগ, মাসখানেক ধরেই একটি নির্দিষ্ট নম্বর থেকে নানারকম অশ্লীল এসএমএস আসছে তাঁর ফোনে। এই অভিযোগ জানিয়ে গত রবিবার সোনারপুর থানায় ডায়েরি করেন তিনি। পুলিশকে তিনি জানান, বারবার বারণ করা সত্ত্বেও এসএমএস আসা বন্ধ হয়নি। সেই এসএমএস-এ কখনও অভিনেত্রীকে চুম্বনের প্রস্তাব, কখনও তাঁর সঙ্গে একান্তে সময় কাটানো, কখনওবা তাঁকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা এসএমএস-এ বলা হয়েছে। আর এতে অত্যন্ত অসম্মানিতবোধ করেছেন অভিনেত্রী। বেশ কয়েকদিন ধৈর্য ধরার পর অবশেষে পুলিশের দ্বারস্হ হন তিনি।
এদিন সকালে শ্রীলেখা জানিয়েছেন, “নানা সময়েই ভক্তরা ফোন করে কথা বলেন। কাজের প্রশংসা করেন। কিন্ত্ত এই মহিলা প্রথমদিন ভোর সাড়ে পাঁচটায় ফোন করেন। বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিইনি। কারণ ওই মহিলাকে অন্ধ ভক্তই ভেবেছিলাম। কিন্ত্ত তার পর থেকেই বারবার ফোন করা শুরু করেন ওই মহিলা। ” শ্রীলেখার কথায়, “বিরক্ত হয়ে ওই মহিলার নম্বরটি ব্লক করে দিলেও দিনে ১৫০-২০০টি অশ্লীল এসএমএস করতেন তিনি। এতেই শেষ নয়। ওঁর নম্বরটি ব্লক করে দেওয়ায় রাস্তাঘাটের যাঁর-তাঁর মোবাইল ফোন থেকে আমাকে ফোন করা শুরু করেন তিনি। বিরক্ত হয়ে একসময় আমি অন্য নম্বরই ধরা বন্ধ করে দিয়েছলাম। কিন্ত্ত এতে কাজের ক্ষতি হওয়ায় বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করি। ”
অভিনেত্রীর অভিযোগ পেয়ে, পুলিশ ওই নম্বরটির সূত্র ধরে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে। নম্বরটি টাওয়ার লোকেশন দেখে জানতে পারে বিজয়গড় এলাকা থেকে ওই এসএমএসগুলো করা হচেছ। এরপর বুধবার রাতে সেখানে পৌঁছে হতবাক হয়ে যায় পুলিশের দলটি। পুলিশের ধারণা ছিল কোনও পুরুষ এই ধরনের আচরণ করছেন। কিন্ত্ত অভিযুক্তর খোঁজে গিয়ে দেখা যায় এক মহিলার মোবাইল থেকে ওই এসএমএসগুলি করা হত। তবে পুলিশ দেখছে ওই মহিলাই এই এসএমএসগুলি পাঠিয়েছেন নাকি তাকে সামনে রেখে অন্য কেউ এর পিছনে রয়েছে।
মাঝেমধ্যেই বিভিন্ন্ অভিনেত্রীর মোবাইলে অশালীন এসএমএস বা কুরুচিপূর্ণ ছবি পাঠানো অভিযোগ আগেও উঠেছে। এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে এ ধরনের এসএমএস পাঠানোর অভিযোগে টালিগঞ্জ পাড়া রীতিমতো তোলপাড়। অনেকেই মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের এভাবে কু-প্রস্তাব পাঠানোর বিষয়টি কার্যত মনোবৈকল্যের কারণেই। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার রাতে গ্রেফতারের পরই রাতভর জেরা করা হয় অনিতাকে। পুলিশ সূত্রে খবর, জেরায় অসংলগ্ন কথা উঠে আসছে অনিতার মুখ থেকে। কখনও তিনি নিজেকে শ্রীলেখার অন্ধ ভক্ত বলে দাবি করছে। পরক্ষণেই আবার সব অভিযোগ অস্বীকার করছেন। দীর্ঘ জেরার পর অনিতাকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে পুলিশের।