খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: অবন্তি বিশ্বাস অপু বাংলাদেশের চলচ্চিত্রে অপু বিশ্বাস নামেই পরিচিত। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন বর্তমান চলচ্চিত্রের টপ নায়িকা অপু বিশ্বাস। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন চলচ্েিচ্ত্রর কিং খান নামে পরিচিত শাকিব খানের বিপরীতে। এরপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি এই গ্লামারগার্লকে। এখন পযর্ন্ত নিজের যায়গাটাকে শক্ত করে ধরে রেখেছেন। নিজের অভিনয় দিয়ে দেশ এবং দেশের বাইরে কুড়িয়েছেন সন্মান। পর্দায় অপু মানেই নতুন চমক। আর এই অপুর সাথে সাম্প্রতিকালে কথা হল বিনোদন প্রতিবেদক-এর সাথে। আলাপচারিতায় অপু নিজের পথচলা ও সিনেমা নিয়ে কথা বললেন। জানালেন অভিনয় জগতের নানা কথা।
পাঠকদের উদ্দেশ্যে অপু বিশ্বাসের সাক্ষাতকারটি তুলে ধরা হচ্ছে:
প্রশ্ন: কেমন আছেন এবং কি নিয়ে ব্যস্ত আছেন?
অপু বিশ্বাস: আমি ভালো আ্ছ।ি কাজ নিয়ে আমি ব্যস্ত। সব মিলিয়ে আমি এই তো আছি।
প্রশ্ন: ব্যাক্তি অপু বিশ্বাস বলতে আপনি কি বলবেন?
অপু বিশ্বাস: আমার কাছে মনে হয় যে আমি ব্যাক্তি অপু বিশ্বাস খারাপ না।
প্রশ্ন: যৌথ প্রযোজনা বলতে আপনি কি মনে করেন?
অপু বিশ্বাস: আমার কাছে মনে হয় আগে নিজেদের কে প্রাধান্য দিতে হবে। আমরা আগে আমাদের কে ভালোবাসতে হবে। তাহলে যৌথ প্রযোজনা হলে ভালো হবে। কিন্তু যৌথ প্রতারনা যেন না হয়। প্রতারণা হলে আমরা পিছিয়ে যাবো। সব কিছু যেন সঠিক ভাবে হয়।
প্রশ্ন: দেশে হলের সংখ্যা কমে যাচ্ছে বা যা আছে তার অবস্থাও নাজেহাল । এথেকে পরিত্রান পেতে কি করা উচিত বলে মনে করেন?
অপু বিশ্বাস: প্রথম পদক্ষেপ নিতে হবে তাহচ্ছে যে হল গুলো আছে সে গুলোকে সারাতে হবে। দর্শক হলে গিয়ে যদি তিন ঘন্টা সময় শান্তিতে না থাকতে পারবে তাহলে তো তারা হলমুখী হবেনা। আগে হল গুলোর পরিবেশ ভাল করতে হবে তারপর হল বাড়ানোর চিন্তা।
প্রশ্ন: নতুন নায়িকাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে?
অপু বিশ্বাস: নতুন যারা কাজ করছে তাদের কে বলার মতো কিছুই নেই। তারা অনেক ভালো কাজ করছে। আমি বলতে চাই তারা যে ভাবে কাজ করছে সেটা যেন ধরে রাখে।
প্রশ্ন: আপনি আইডল মনে করেন কাকে?
অপু বিশ্বাস: আমি নিজেই নিজের আইডল। কারন আমি যখনি আমাকে আইডল মনে করবো তখন আমি নিজেকে বার বার নতুন ভাবে ভাবতে পারবো। আর সেই থেকে নতুন কিছু নিয়ে হাজির হতে পারবো।
প্রশ্ন: আপনার ভক্ত ও পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার?
অপু বিশ্বাস: একটাই বলার আছে, বাংলা সিনেমা দেখুন। আমাদের দেশের ছবি আপনাদের দেখতে হবে। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা নিয়ে আমি অপু বিশ্বাস। দোয়া করবেন আপনাদের কাছে আমি বলতে চাই বার বার সিনেমা দেখুন আর আমি যেন আপনাদের সাথে ভালো কিছূ নিয়ে বার বার ফিরে আসতে পারি।