Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: কৈফিয়ত হিসেবে যাই বলুন না কেন, শিল্পা শেঠির মনে দাগা ঠিকই দিয়েছেন হৃতিক রোশন। শিল্পাও তাঁর তরফ থেকে সৌজন্য বজায় রাখছেন ঠিকই, তবে তাতে করে তাঁর খারাপ লাগা আর কমছে কই?
হয়েছে কী, অনেক খেটেখুটে একটা বই লিখেছেন শিল্পা শেঠি। আদর্শ খাদ্যাভ্যাস নিয়ে! বইয়ের নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ডায়েট’! ঠিক করেছিলেন শিল্পা, সেই বইয়ের প্রকাশ অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হবেন হৃতিক। বাকিরা অমিতাভ বচ্চন, অনিল কপূর আর বরুণ ধবন!
যেমন ভাবা, তেমন কাজ!যথা সময়ে চারজনকে আমন্ত্রণ পাঠালেন শিল্পা! সবাই কথাও দিলেন যে তাঁরা আসবেন! এলেনও! কথা রাখলেন না শুধু হৃতিক! অনেকক্ষণ তাঁর জন্য অপেক্ষা করে সারা হলেন নায়িকা! অবশেষে, বাকি তিনজনকে নিয়েই যোগ দিলেন বই প্রকাশের অনুষ্ঠানে।
হৃতিক অবশ্য জানিয়েছেন, তিনি ইচ্ছে করে নায়িকার আমন্ত্রণ দূরে সরিয়ে দেননি! আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জো দড়ো’ ছবির শুটিং-এ ভুজে ছিলেন তিনি! সেখান থেকে আসতে গিয়েই পথে হল দেরি! ফ্লাইট মিস করলেন হৃতিক! আর তাঁর পৌঁছনো হল না শিল্পার বই প্রকাশের অনুষ্ঠানে!
হৃতিক অবশ্য ফোন করে এই খবরটা দিয়েছিলেন শিল্পাকে। বলেছিলেন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন পৌঁছনোর! কার্যত পৌঁছতে পারলেন না! কী আর করা!
তবে, তাতে শিল্পার মন খারাপ কমছে কই