Wed. Oct 15th, 2025
Advertisements

10খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: হাঁটতে হাঁটতেই হবে ডলার রোজগার। ব্যায়াম-বিমুখী মানুষকে হাঁটার অনুপ্রেরণা জোগাতে বাজারে আসছে অভিনব অ্যাপ ঞযব এড়!
হু হু করে বাড়ছে শরীরের ওজন, ফিটনেসেও লবডঙ্কা। তবু ডাক্তারের পরামর্শ মেনে সাত-সকালে উঠে হাঁটতে বেরোনোয় চরম অনীহা। এমন পরিস্থিতির মুখোমুখি হলে ঘাবড়ানোর কিছু নেই। সমস্যার সমাধানে এসেছে নয়া অ্যাপ ঞযব এড়! এই অ্যাপ ডাউনলোড করলে হাঁটার জন্য উপার্জন করা যাবে বিটওয়াকিং ডলার। শরীরেন নড়াচড়া যত বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে চড়বে রোজগারের পারদ।
জানা গিয়েছে, জিপিএস ও ওয়াইফাই প্রযুক্তি কাজে লাগিয়ে হাঁটার সময় ইউজারের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখবে। প্রতি ১০,০০০ পা হাঁটলে অর্থাৎ‍ মোটামুটি ৮ কিমি পথ চললে এক বিটওয়াকিং ডলার আয় করা যাবে।
কিন্তু কী কাজে আসবে বিটওয়াকিং ডলার?
অ্যাপ প্রস্তুতকারক সংস্থার পক্ষে জানানো হয়েছে, এই মূদ্রার বিনিময়ে নির্দিষ্ট অনলাইন স্টোর থেকে পছন্দ মাফিক পণ্য কেনা যাবে। ঞযব এড়! অ্যাপ প্রাথমিক ভাবে ব্রিটেন, জাপান, মালাউই ও কেনিয়ায় পরীক্ষামূলক ভাবে ছাড়া হবে। অ্যাপটির নির্মাতা ইজরায়েলের নিসান বাহার এবং ইতালির বাসিন্দা ফ্র্যাঙ্কি ইমবেসি।