Wed. Oct 15th, 2025
Advertisements

37খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: যদি আপনি ফেসবুকের নতুন অ্যাপ ‘ফেসবুক এ্যাট ওয়ার্ক’ এর জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন, তবে আপনার জন্য আরও নতুন কিছু অপেক্ষা করছে। আপনি যদি কর্মক্ষত্রে আপনার সহযোগীদের সাথে ব্যাক্তিগত কিংবা গোপনীয় অফিসিয়াল বিষয় নিয়ে চ্যাট করতে চান তবে আপনার জন্য এমন একটি ফিচার আসছে যা আপনি বিনা দ্বিধায় লুফে নিবেন।
‘ফেসবুক এ্যাট ওয়ার্ক’ এ যুক্ত হচ্ছে চ্যাটিং প্ল্যাটফরম ‘ওয়ার্ক চ্যাট’। এই নতুন ফিচারটি অবশ্য শুধু ফেসবুকের নতুন এ্যাপ ‘ফেসবুক এ্যাট ওয়ার্ক’ –এ যুক্ত হবে। ফেসবুক মেসেঞ্জারের মত ওয়ার্ক চ্যাট দিয়ে ব্যাক্তিগত কিংবা গ্রুপ মেসেজ আদান-প্রদান করা যায়। ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করার সুবিধা এবং সেই সাথে যুক্ত আছে ভয়েস কলের সুবিধা।
“ফেসবুক এ্যাট ওয়ার্ক” এ্যাপটি এখন পরীক্ষামূলক অবস্থায় আছে। ফেসবুক সূত্রে জানা গেছে আগামী জানুয়ারি থেকে বিভিন্ন কোম্পানী নিজেদের ভেতর যোগাযোগের জন্য এ্যাপটি ব্যাবহার করতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষের কল্যাণে বর্তমানে ৩০০ জন ব্যাবসায়ী ‘ফেসবুক এ্যাট ওয়ার্ক’ ব্যবহার করছে এবং ফেসবুক নিবিরভাবে তাদের এই নতুন এ্যাপটির কার্যকারিতা পরীক্ষা করে চলছে। ‘ওয়ার্ক চ্যাট’ অ্যাপ্লিকেশনটির এন্ড্রয়েড ভার্সন পাওয়া যাবে গুগল প্লে স্টোরে এবং আইওএস ভার্সনের কাজ এখনো চলছে। ফেসবুক তাদের ব্লগে লিখেছে “ওয়ার্ক চ্যাট এ্যাপটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে কিন্তু এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। যেসকল ব্যাবহারকারীদের নিয়ে ফেসবুক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে শুধু তারাই এটি ব্যাবহার করতে পারবেন।”
ফেসবুকে এই এন্টারপ্রাইজ ভার্সনটি বর্তমান ভার্সনটির মতই। চাকুরিজীবিরা এটিতে নিজেদের এ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অফিসিয়াল প্ল্যাটফরম থেকে সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। দুটি একাউন্ট লিংক করার ব্যবস্থাও থাকছে এতে। ব্যবসা এবং অফিস সংক্রান্ত বিষয় যেমন ডকুমেন্ট শেয়ারিং, ডিসকাশন, ঘোষণা, গ্রুপ, প্রজেক্ট ইত্যাদি সবই থাকছে ফেসবুক এ্যাট ওয়ার্ক-এ।