খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: সদ্য গোয়া থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুশকা শর্মা আর বিরাট কোহলি। মাঝে মাঝেই ইদানীং দ্জুন বেরিয়ে পড়ছেন ছুটির ডাকে সাড়া দিতে। মাস কয়েক আগেই যেমন আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। তবে, এবারের ছুটিটা শুধুই তাঁদের নিজস্ব ছিল না। এবারে তাঁদের সঙ্গে স্ত্রী আয়েশাকে নিয়ে যোগ দিয়েছিলেন ক্রিকেটার শিখর ধাওয়ানও!
সেই ছুটির পরে অবশেষে মুম্বাই ফিরলেন বিরাট-আনুশকা। আবার শহরে কাজের মাঝে ব্যস্ত হয়ে পড়ার আগে কেমন মেজাজে দেখা গেল খেলোয়াড় আর সুন্দরীকে? এর আগে গোপনে ছুটি কাটানোর খবর শোনা গেলেও এবার কিন্তু আর সেসব গোপন নেই।