খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: এক সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী নিজের নাম পরিবর্তন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ফেসবুকে এই খবর দেন। হ্যাপীর নতুন নাম ‘আমাতুল্লাহ।’ যার অর্থ আল্লাহ’র দাসী।
তিনি ফেসবুকে লিখেছেন,আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি আমার নাম পরিবর্তন করেছি, বর্তমান নাম ‘আমাতুল্লাহ।’ এর অর্থ ‘আল্লাহর দাসী। ইসলাম ধর্মে নাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার নামের ভাল অর্থ না থাকার কারণেই নাম পরিবর্তন করা।আমি চাই এখন থেকে সবাই আমাকে “আমাতুল্লাহ” নামেই জানুক।
বেশ কিছুদিন আগেই হ্যাপী নিজের জীবনধারণে পরিবর্তন এনেছেন। ধর্মীয় বিধি মেনে চলছেন। ইসলামী শরীয়াহ মতেই নিজের জীবনধারণে হ্যাপী সন্তোষ প্রকাশ করেছেন। এভাবেই বাকি জীবন কাটিয়ে দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন।