Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: মানহানির অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের প্রতিবেদক মোহাম্মাদুল্লাহ ও সম্পাদক জাকারিয়া স্বপনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ।
বুধবার সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির হয়ে পরীমণি মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে পরীমণি উল্লেখ করেন, প্রিয় ডটকমের রিপোর্টার মোহাম্মাদুল্লাহ তার সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তাতে অস্বীকার করায় ওই রিপোর্টার তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দেন। পরবর্তী সময়ে গত ১৭ নভেম্বর আসামি মোহাম্মাদুল্লাহ এবং তার সম্পাদক জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরীমণি সম্পর্কে একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীমণি মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না।
এই প্রতিবেদনে ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলাটি দায়ের করেন পরীমণি।