খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : ভারতীয় হয়ে আমি গর্বিত। আমার বা আমার স্ত্রীর ভারত ছাড়ার কোনো ইচ্ছা নেই। তবে যা বলেছি, তাতে আমি অনড়।’ অসহিষ্ণুতা ইস্যুতে কথা বলে ক্ষমতাসীন দলের নেতাদের তোপের মুখে বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান।
সোমবার বলিউডের মিঃ পারফেকশনিস্ট আমির খান রাজধানীতে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশে অসহিষ্ণুতার পরিবেশ বিদ্যমান বলে উদ্বেগ জানিয়েছেন। পরপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় তিনি বিচলিত উল্লেখ করে বলেন, তাঁর স্ত্রী কিরণ রাও তাঁকে প্রশ্ন করেন, তাঁদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত কি না ?
৫০ বছর বয়সি বলিউড তারকা বিবৃতিতে বলেন, আমরা কখনো ভারত ছেড়ে যাওয়ার চিন্তা করিনি, ভবিষ্যতে করব না। তবে বিরোধিতার খাতিরে অনেকে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে। তারা আমার সাক্ষাৎকারও ভালোভাবে পড়েননি। ভারত আমার দেশ। আমি ভারতকে ভালোবাসি। এই দেশে জন্ম নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর এখানেই আমি থাকছি, অন্য কোথাও নয়।
এদিকে বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমির ভারতে ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। বুধবার তার বিরুদ্ধে এক বিজেপি নেতা রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন।
তথ্যসূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া