Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : দুই বাংলার গান নিয়ে কনসার্ট ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠিত হয়েছে গত ২৩ নভেম্বর। অন্তর শোবিজ আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তানিয়া হোসেন। কিন্তু উপস্থাপক ইসরাত পায়েলের দাবি, এই অনুষ্ঠানের উপস্থাপনার ব্যাপারে আয়োজকদের সঙ্গে তাঁর চূড়ান্ত কথা হয়েছিল।
পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়ের অনুষ্ঠানে উপস্থাপনা করতে না পারা প্রসঙ্গে ফেসবুকে পায়েল লিখেছেন, ‘বর্তমান সময়ে মিডিয়া তোমাকে কোথায় নিয়ে যাবে তা নির্ভর করে তুমি কতটা বিছানা গরম করতে পার, আর মাঝ রাতে কতটা রোমান্টিক কথা বলতে পার! (প্রমাণিত) বিগত আট বছরে হাতে গোনা ভালো কিছু কাজ করেছি সেটাই প্রাপ্তি! সরি ভাই স্টার হওয়ার জন্য আপনাদের গরম করার মতো ইচ্ছে অথবা রুচিবোধ কোনোটিই আমার নেই। আমি ভদ্র ঘরের সন্তান।’
এ প্রসঙ্গে ইসরাত পায়েল বলেন, “অনুষ্ঠানের প্রেস কনফারেন্সের দিনও আমি উপস্থিত ছিলাম। অন্তর শোবিজের ইভেন্ট ম্যানেজার কারু কৃষাণ ক্রিয়েশানের সঙ্গে আমার পাকাপোক্ত কথাও হয়েছিল।
কিন্তু অনুষ্ঠানের আগের রাতে তিনি আমাকে মেসেজে লিখেছেন, আমি নাকি রোমান্টিক নই! আরো অনেক আপত্তিকর কথা। পরের দিন অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য যখন আমার প্রস্তুতি শেষ, ঠিক তখনই তিনি আমাকে মুঠোফোনে জানান, এটা অনেক বড় অনুষ্ঠান। আমি নাকি এই অনুষ্ঠান উপস্থাপনা করার যোগ্য নই। এর কারণ হিসেবে তিনি আমাকে বলেন, আমার মধ্যে রোমান্স নেই! এরপর তিনি বলেন, ‘তুমি চাইলে অনুষ্ঠানটি দেখতে আসতে পার।’ এই বলে তিনি ফোন রেখে দেন। এরপর আমি তাঁকে ফোন দিলে তিনি আমার ফোন রিসিভ করেননি। পরে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী আমাকে বলেছেন, ‘এ ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন।’ মিডিয়ায় যাঁরা কাজ করছেন সবার উদ্দেশ্য আমি একটা কথাই এখন বলতে চাই এভাবে আর কতদিন চলবে? শিল্পীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। শিল্পীদের সঙ্গে অসম্মানজনক কথাবার্তা আর কতদিন চলবে?”
এদিকে অন্তর শোবিজের ইভেন্ট ম্যানেজার কারু কৃষাণ ক্রিয়েশানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি আজ বৃহস্পতিবার বলেন, “পায়েলকে আমি অসম্মানজনক কথাবার্তা বলেছি এ কথা সত্য নয়।
পায়েলকে আমি চিনেছি ফেসবুকের মাধ্যমে। ওর মাকেও আমি ভালোভাবে চিনি। ওকে কুপ্রস্তাব দেওয়ার মতো মানুষ আমি নই। আমি মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছি। পায়েলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি যদি কুপ্রস্তাব দিতামই তাহলে সেটা প্রেস কনফারেন্সের আগের দিনই দিতাম। তাহলে ওকে দিয়ে প্রেস-কনফারেন্স করালাম কেন? তবে এটা ঠিক, আমরা ওকে দিয়ে মূল অনুষ্ঠানও উপস্থাপনা করাতে চেয়েছিলাম। কিন্তু প্রেস কনফারেন্সের দিনই আমরা সবাই বুঝতে পারি ওর পারফরম্যান্স যতটা আমরা আশা করেছিলাম ঠিক ততটা নয়। তাই রাতেই ওকে আমি মেসেজ দিয়েছিলাম , ‘তোমাকে নিয়ে আমরা মূল অনুষ্ঠান করতে পারব না।’ কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে টাকা ছিল না, তাই মেসেজটি পৌঁছায়নি। পরে আমি দেখতে পারি মেসেজটি ড্রাফট কপি হয়েছিল। পরে বাংলাভিশন চ্যানেল কর্তৃপক্ষ তানিয়া হোসেনকে নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেটা পায়েলকে জানিয়েও দিয়েছি কিন্তু কোনো কুপ্রস্তাব দেইনি। আসলে অনুষ্ঠানের উপস্থাপনা থেকে বাদ পড়ায় পায়েল এই অভিযোগ করছে।