খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: নিজের বিয়েতে কিছু কিছু একটা সারপ্রাইজ সবাই দেখাতে চায়। হোক তা পোশাকে অথবা কুঞ্জের আলোকসজ্জায় কিংবা খাবার-দাবারে। মাসাবার ক্ষেত্রেও তেমনটিই। কিন্তু পোশাক-কুঞ্জ কিংবা খাবারে নয় উপস্থিত অতিথিদের নিয়েই কনের চমকের আয়োজন। কনের নাম মাসাবা গুপ্ত! মা, নীনা গুপ্ত। বাবা- ডাকসাইটে ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস! আর, বরের নাম মধু মন্টেরা। বলিউড একের পর এক হিট ছবি পেয়েছে তার প্রযোজনায়!
অন্যদিকে, তাদের বন্ধুদের তালিকাটা কেমন? সেই তালিকায় সবার প্রথমে নাম আছে শহিদ কাপুর আর তার স্ত্রী মীরা রাজপুতের। তার পরেই মাসাবার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে নাম রয়েছে সোনম কাপুর, আলিয়া ভাট আর কঙ্গনা রানাউতের।
এ হেন বিয়েতে যে বলিউডের তারকাদের দেখা যাবে চোখধাঁধানো রূপে, তাতে আর সন্দেহ কী