খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বিপাকে পড়া আমির-শাহরুখ এবং এ আর রহমানের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ভাষায়, ‘আমির খান, শাহরুখ খান একটা কথা বলেছে। এজন্য তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে! কেন ভাই, এটা কি তোমার একার দেশ?’
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মমতার দল তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন জানায় ইসলামপন্থী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে হিন্দ। এ সময় উগ্রবাদীদের আক্রমণাত্মক বাক্যবাণের শিকার ভারতের তিন তারকার প্রতি সহমর্মিতা জানান মমতা।
জমিয়তে উলামায়ে হিন্দ-এর নেতা সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ‘২০১৬ সালে মমতার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আলিমুদ্দিন পারবে না, কংগ্রেস পারবে না, বিজেপি পারবে না, মমতা পারবেন। মুসলিম সমাজের উন্নয়ন বাদ দিয়ে বাংলার ভবিষ্যৎ গড়ে উঠতে পারে না।’
সিদ্দিকুল্লা চৌধুরীর পর তুমুল করতালির মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন মমতা। তিনি বলেন, ‘আজ ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এদিন সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধানে জনগণের মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। আপনাদের (মুসলিম) বাদ দিয়ে বাংলা চলবে? কোথায় যাব, কী খাব, তুমি বলার কে?’
পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উন্নয়ন প্রসঙ্গে মমতা বলেন, ‘উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দিয়েছি। সংখ্যালঘুদের উন্নয়নে এ রাজ্যই প্রথম। মাদ্রাসা শিক্ষায় গুরুত্ব দিয়েছি। আমার যা ইচ্ছে খাই। পূজার সময় মাংস কাটা বন্ধের প্রস্তাব এসেছিল। আমি বলেছিলাম, কেন ভাই, আলু কাটা তো বন্ধ কর না?’
কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, সিবি আই-এর ভয় দেখিয়ে লাভ নেই। যত ইচ্ছে সিবি আই করুন। সাহস ভালো। দুঃসাহস ভালো নয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।