খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: মার্কিন অভিনেতা-গায়ক জেমি ফক্সের সঙ্গে চুপিসারে প্রেম করছেন হলিউড অভিনেত্রী কেটি হোমস। শিগগিরই তাদের বিয়ে করারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। কেটি হোমসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত দুই বছর ধরে জেমি ফক্সের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কেটি। তবে দুইজনেই তাদের প্রেমের বিষয়ে রাখঢাক রেখেই পথ চলছেন। তাদের নিয়ে কোনো গুঞ্জন রটুক তা চান না বলেই কেটি কোনো নিমন্ত্রণে উপস্থিত হলে জেমি ফক্স ভুলেও সে পথ মাড়ান না। কিন্তু মাসখানেক ধরে তাদের অন্তরঙ্গতা আরো বেড়েছে। কেটি কন্যা সুরির সঙ্গেও জেমি খুব ভাব জমিয়ে ফেলেছেন।
তাই অনেকেই মনে করেছেন, হয়তো খুব শিগগিরই তারা বিয়ের পাটটিও চুকিয়ে ফেলবেন। এর আগে ২০০৫ সালে কেটি হোমস ও হলিউড সুপারস্টার টম ক্রুজের বাগদান হয়। পরের বছর তাদের একমাত্র সন্তান সুরির জন্ম হয়। মেয়ের জন্মের পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০১২ সালে তাদের সংসারে ভাঙন ধরে। ওই বছরের ৯ জুলাই আইনি প্রক্রিয়ায় তাদের বিচ্ছেদ ঘটে।