খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: শুধু অনলাইনে সেক্স মার্কেট চালানোই নয়, নিজের স্ত্রীকেও জোর করে দেহ ব্যবসায় নামিয়েছিলেন ‘করংং ড়ভ খড়াব’ আন্দোলনের সংগঠক রাহুল পুষ্পালন। কেরল সিআইডি-র ক্রাইম ব্রাঞ্চে এমন অভিযোগ করেছেন রাহুলের স্ত্রী রেশমি আর নায়ার।
গত ১৯ নভেম্বর রাহুলের সঙ্গে তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। নীতি-পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই তাঁদের দু-জনকে জোর করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল। এবার খোদ তাঁর স্ত্রীর তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় নয়া বিপাকে রাহুল পুষ্পালন।
কেরল সিআইডি-র তদন্তকারী দল সংবাদমাধ্যমে রেশমির এই নতুন অভিযোগের কথা জানিয়েছে। রেশমির অভিযোগ তাঁর স্বামী পুষ্পালন জোর করে তাঁকে দেহ ব্যবসায় নামান। রেশমির নগ্ন ছবি তুলে তা ইন্টারনেটে রাহুল ছড়িয়ে দেন বলেও জানিয়েছেন তিনি। রেশমির নামে নিজেই ফেসবুকে নকল অ্যাকাউন্ট খুলে, সেখানে তাঁর স্ত্রীর বিকিনি পরা ছবি পোস্ট করেন। মডেলিং-এর সময় তোলা রেশমির বিকিনি পরা ছবি পোস্ট করে দেহ ব্যবসা রাহুল শুরু করেন বলে অভিযোগ। ওই সব ছবিতে যা কমেন্ট আসত, স্ত্রীর নাম করে তার উত্তর রাহুল নিজেই দিতেন।
চাকরি থেকে অবসর নেওয়া বাবা ও শিক্ষিকা মায়ের সন্তান রেশমির সঙ্গে রাহুল পুষ্পালনের তামিলনাড়ুতে বিটেক পড়ার সময় আলাপ হয়। গত বছর কেরল পুলিশের নীতি-পুলিশগিরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘করংং ড়ভ খড়াব’ আন্দোলনের মূল সংগঠক ছিলেন এরা। আরও ১০ জনের সঙ্গে গত সপ্তাহে রাহুল ও রেশমিকেও গ্রেপ্তার করে পুলিশ।