Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: সেই কবে থেকে আটকে আছে ব্যাপারটা! কারিশমা কাপুর আর তাঁর স্বামী সঞ্জয় কপূরের বিবাহবিচ্ছেদ! তবে, এ বার মন ঠিক করেই ফেলেছিলেন নায়িকা! ভেবেছিলেন, একটা ছোট্ট সই করে মিটিয়ে ফেলবেন তিক্ত সম্পর্কটাকে! কিন্তু, মোক্ষম মুহূর্তে পিছিয়ে এলেন কারিশমা কাপুর! খোরপোশ পাচ্ছেন না বলে ডিভোর্সের কাগজে সই করলেন না তিনি!
কারিশমা বক্তব্য, এত সহজে তিনি রেহাই দেবেন না স্বামীকে! বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার সময়ে দুই তরফের দাবি-দাওয়া নিয়ে যে সম্মতিপত্র তৈরি হয়েছিল, তাতে খোরপোশ দেওয়ার অঙ্গীকার করেছিলেন সঞ্জয়! সেটা বেশ অনেক দিন আগের কথা! কিন্তু, সঞ্জয় কথা রাখেননি! এক বারও তিনি খোরপোশের টাকা পাঠাননি স্ত্রীকে!
করিশ্মার আইনজীবী ক্রান্তি সাথে জানাচ্ছেন, দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বুধবার সম্মতিপত্রে সই করেননি নায়িকা! তাঁরা আদালতে বিষয়টি জানিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
তবে, শুধুই খোরপোশ নয়! কারিশমা ঘনিষ্ঠ-মহলের বক্তব্য, স্বামীকে এ বার একটু বিপদে ফেলতে চাইছেন নায়িকা! কারণ, সঞ্জয়ের বান্ধবী প্রিয়া ছতবাল! কারিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও এক সঙ্গে থাকছেন তাঁরা, বিষয়টা সহজ ভাবে নিতে পারছেন না নায়িকা। খবর-আনন্দবাজার