খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: হেয়ার স্টাইলিস্টের অসচেতনতায় মুখ পুড়ল বিপাশার। বৃহস্পতিবার সকালে চুলের পরিচর্যার জন্য পরিচিত পার্লারেই গিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। সেখানেই এই ঘটনা। পরিচর্যার সময় একটি মেশিন হাত ফসকে পড়ে যায় বিপাশার মুখে ও হাতে। মেশিনটি গরম হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই মুখ এবং হাতের বেশ কিছুটা অংশ পুড়ে যায়।
বিপাশা জানান, ঘটনার জন্য ওই হেয়ার স্টাইলিস্টের ভিতরে এতটুকু খারাপ বোধ ছিল না। এত বড় ঘটনা ঘটে গেলেও সে ভাবলেশহীন ছিল। বিপাশা অবশ্য খুব বেশি কিছু কথা শোনাননি ওই স্টাইলিস্টকে। উপরন্তু ইনস্টাগ্রামে নিজের পুড়ে যাওয়া মুখের ছবি পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন নিজস্ব ভঙ্গিতে।