Thu. Sep 18th, 2025
Advertisements

22খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ ৫বিদেশ গেলেন আমির খান! গভীর রাতে, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে! প্রথমে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দর! তার পরই সোজা যুক্তরাষ্ট্র পাড়ি দিলেন হালফিলে ভারতের সবচেয়ে বিতর্কিত মানুষটি! নাহ, স্ত্রী কিরণ এবং সন্তানরা সঙ্গে গিয়েছেন না কি তা এখনও জানা যাচ্ছে না! তেমনই জানা যাচ্ছে না, না গিয়ে থাকলে দিন কয়েকের মধ্যে তাঁরা আমিরের সঙ্গে যোগ দেবেন কি না!
যে টুকু খবর মিলেছে, তার ভিত্তিতে এটুকু স্পষ্ট, আমির পুরো ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলেন। সেই জন্যই দুর্ভেদ্য নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে তাঁকে বিমান পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হয়েছে। অবশ্য, ঘনিষ্ঠ মহলের দাবি, আমির ঠিক দেশ ছেড়ে মার্কিন মুলুকে সংসার পাততে যাননি!
কিছুদিন আগেই দঙ্গল ছবির শুটিং চলাকালীন প্রচণ্ড চোট পেয়েছিলেন অভিনেতা, তার চিকিৎসার জন্যই এবার বিদেশ পাড়ি দিলেন তিনি! কিন্তু, ফিরছেন কবে? সেটা জানা যাচ্ছে না বলেই আপাতত সরব হয়েছেন নিন্দুকরা! বলছেন, এ সবই না কি আমিরের নিরাপদ আস্তানার খোঁজ! তা, যতদিন না ফিরছেন, গুজব তো চলবেই