Wed. Sep 17th, 2025
Advertisements

23খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ তিন বছরের ছেলের নামে নতুন মোবাইল বাজারে আনলেন অভিনেত্রী শিল্পা শেঠি। বুধবার মুম্বাইতে এক জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা, মালাইকা আরোরা খান, ফারহা খান, জিতেন্দ্র প্রমুখ। ৮৪৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে ‘ভিয়ান’ মোবাইল। স্মার্টফোনের সব রকম সুযোগ সুবিধে পাওয়া যাবে এই ফোনেও।
রাজ কুন্দ্রা জানিয়েছেন, ‘‘ভিয়ান শব্দের অর্থ জীবন এবং এনার্জি। আমরা আশা করছি এই ফোনের মাধ্যমে কাস্টমাররা সব রকম সুবিধে এনজয় করতে পারবেন।’’ আধুনিক প্রযুক্তির এই মোবাইল বলিউডি তারকাদের একাংশও ব্যবহার করছেন বলে জানা গেছে। সব মিলিয়ে ছেলের নামে এই ব্যবসায়িক পদক্ষেপ সফল হবে বলেই মনে করছেন শিল্পাও। তাঁদের দীর্ঘদিনের স্বপ্নও সত্যি হল বলে জানিয়েছেন নায়িকা। সূত্র: আনন্দবাজার