Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: বর্ডারস’ নামে একটি মিউজিক ভিডিও আমাদের শরণার্থীদের জীবনের কাছাকাছি নিয়ে যাবে। ‘এমআইএ’র এ ভিডিওটি সম্প্রতি অ্যাপল মিউজিকেও আপলোড করা হয়েছে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যাশেবল। শ্রীলঙ্কান বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী এম.আই.এ তার মিউজিক ভিডিও ‘বর্ডারস’ নিয়ে এখন সবাইকে মাতাচ্ছেন। তবে এ ভিডিওটি গানের চেয়ে অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো বলেই অনেকে মনে করছেন। আর রাজনৈতিক সে বক্তব্য দিয়েই তিনি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
ভিডিওতে দেখা যায় বিভিন্ন স্থানের শরণার্থীদের লাইন। তাদের বেড়া ডিঙানো, নৌকায় চড়া ইত্যাদি দৃশ্যও সংযোজিত হয়েছে গানটির ব্যাকগ্রাউন্ডে। গানটির দৃশ্যায়ন করা হয়েছে ভারতের চেন্নাইতে। এটি এটি ‘মাতাহদাথ’ সিরিজের দ্বিতীয় পার্ট। আর সব মিলিয়ে এটি সম্পূর্ণ দৈর্ঘের অ্যালবাম ও ফিল্ম হবে।
অ্যালবামটির ভিডিওগুলোর বিষয়ে এম.আই.এ. জানিয়েছে, ‘উভয়টিই সত্যিকার বৈশ্বিক বিষয় এবং চারিত্রিকভাবে ডিআইওয়াই (নিজস্ব) এম.আই.এ. প্রকল্প।’