Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : তুলি, ইজেল, ক্যানভাস এগুলো নিয়ে কারবার চিত্রশিল্পীর! কোনো অভিনেতা কিংবা অভিনেত্রীর নয়। তবুও সামনে ক্যানভাস, হাতে রং তুলি নিয়ে রংমাখা এক ঘরে ছবি আঁকতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
সম্প্রতি মাহমুদ “িার রচিত ও পরিচালিত একটি নাটকে চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা।
নাটকের নাম ‘সিক্সথ সেন্স’। অপর্ণাকে এই নাটকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যে কিনা ছবি এঁকে ‘মনের ক্যানভাস’ মেলে ধরে। একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পীর মন কতটা প্রখর হয় তা এই নাটক দিয়ে বোঝাতে চেয়েছেন নির্মাতা।
নাটকটি প্রসঙ্গে মাহমুদ “িার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই আমার প্রথম চলচ্চিত্র বিউটি সার্কাসের শুটিং শুরু করব। এই নাটকটি চলচ্চিত্রটি নির্মাণের একটা প্রস্তুতির অংশ বলা যেতে পারে। কারণ নাটকটিতে অনেক রঙের কাজ আছে। বিউটি সার্কাসেও থাকবে রঙের খেলা।’
অপর্ণা ঘোষ বলেন, ‘মাহমুদ “িারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। প্রথম চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করলাম। সেটা আবার দৃষ্টিপ্রতিবন্ধীর চরিত্র। সবমিলিয়ে এই নাটকে অভিনয় করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। পরিশ্রমও হয়েছে।’
সিক্সথ সেন্সে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা। শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।